রমজানের লম্বা বন্ধের সময়টি কাজে লাগানো বুদ্ধিমানের কাজ। অলস সময় নষ্ট করে জীবনের ক্ষতি করা কোনরূপেই উচিৎ না। ছাত্রদের উপকারের কথা চিন্তা করে জামি‘আতুস সুন্নাহ ঢাকা আগামী রমজান উপলক্ষে ৪টি কোর্সের আয়োজন করেছে। সেগুলো হলো-
১। হাফেজদের জন্য-
এ বছর যাদের হিফজ শেষ হয়েছে, তাদের হুফফাজ ও বেফাক বোর্ডের পরীক্ষা শেষ। নতুন হাফেজে কুরআনদের হাতে এখন অলস সময়। এই সময়টা আপনার সন্তানকে অযথা নষ্ট করার সুযোগ না দিয়ে কিতাবখানায় ভর্তির প্রস্তুতি গ্রহণের ব্যবস্থা করে দিন।
আমাদের জামি’আতুস সুন্নাহ ঢাকা Jamiatus Sunnah Dhaka جامعة السنة داكاয় আপনার সন্তানকে পাঠিয়ে দিতে পারেন। আমরা নিবীড় পরিচর্যার মাধ্যমে তাকে কিতাবখানায় ভর্তির উপযুক্ত করে তুলব ইনশা আল্লাহ।
২। মাওলানাদের জন্য-
এ বছর যারা দাওরায়ে হাদীস পরীক্ষা সম্পন্ন করে মাওলানা হচ্ছেন। আগামী বছর ইফতা বিভাগে ভর্তি হয়ে মুফতী হতে চান। তারা বার্ষিক পরীক্ষা শেষ হলে অযথা সময় নষ্ট না করে ‘ইফতা ভর্তি কোর্সে’ ভর্তি হয়ে যোগ্য মুফতীদের তত্ত্বাবধানে পড়াশোনা শুরু করুন।
আপনার খেদমতে প্রস্তুত আছেন ‘জামি’আতুস সুন্নাহ ঢাকা’র অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী।
৩। আগ্রহী সকলের জন্য সহজে ইংরেজি শেখানোর সুব্যবস্থা। নিজেকে আধুনিক পৃথিবীর যোগ্য করে অনন্যরূপে তুলে ধরতে ‘বাংলাদেশ ইংরেজী শিক্ষাবোর্ডে’র সার্বক্ষণিক তত্ত্বাবধানে এই কোর্সটি করতে পারেন।
৪। সারা বছরের বা সারা জীবনের দরসী যে কোন কিতাব/বিষয়ে দুর্বলতা থাকলে তা কাটিয়ে ওঠার জন্য স্পেশাল ক্লাস। কোন ছাত্র কোন বিষয়ে দুর্বল থাকলে তা কাটিয়ে ওঠার জন্য সময় নিয়ে আমাদের নিকট চলে আসতে পারো। আমরা পরিকল্পিত মেহনতের মাধ্যমে তোমাকে যোগ্য করে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
পাঠদান ও তত্ত্বাবধানে আছেন-
আদর্শ ছাত্র গড়ার নিপুণ কারিগর, শিক্ষাবীদ, গবেষক আলেমেদ্বীন
মুফতি আ ফ ম আকরাম হুসাইন দা.বা.
প্রতিষ্ঠাতা পরিচালক,
জামি‘আতুস সুন্নাহ ঢাকা।
শায়খুল হাদীস, তা’লীমুল ইসলাম মাদরাসা উত্তরা, ঢাকা।
মুহাদ্দিস, জামিয়া শারিফিয়া আরাবিয়া লালবাগ, ঢাকা।
মহাসচিব, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ।
আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন
+8801322413535
ব্যবস্থাপনায়: জামিআতুস সুন্নাহ ঢাকা।
লোকেশন: কামরাঙ্গীরচর কুড়ারঘাট বিদ্যুৎ অফিসের পশ্চিমে, বড়গ্রাম, মেইনরোড, কামরাঙ্গীরচর, ঢাকা।