সেজদায় গিয়ে যদি উভয় পা জমিন থেকে উঠিয়ে রাখা হয় তাহলে নামায হবে কি?
প্রশ্ন
আমার প্রশ্ন হল, সেজদায় গিয়ে যদি উভয় পা জমিন থেকে উঠিয়ে রাখা হয়, তাহলে নামায হবে কি?
আমি শুনেছি যদি কিছু সময় হলেও পা জমিনে রাখা হয়, তাহলে নামায হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে একটি লেখা পেলাম, যাতে একটি ফাতওয়া বিভাগ থেকে ফাতওয়া দেয়া হয়েছে যে, সেজদার কোন এক মুহুর্ত সময়ও যদি উভয় পা জমিন থেকে উঠে যায়, তাহলে নামায ভেঙ্গে যাবে। এ বিষয়ে সঠিক সমাধান জানাবেন দয়া করে।
উত্তর
بسم الله الرحمن الرحيم
যদি সেজদার সময় উভয় পা কিছু সময়ের জন্যও জমিনে রাখা না হয়, তাহলে সেজদা হবে না। নামায নষ্ট হয়ে যাবে।
কিন্তু যদি সেজদার সময় কিছু সময়ের জন্য হলেও পা জমিনে রাখা হয়, তারপর উঠিয়েও ফেলা হয়, তাহলে নামায মাকরূহ হলেও শুদ্ধ হয়ে যাবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। [ফাতাওয়া কাসিমিয়া-৭/৪৭৪, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ-২/১৫৩,কিতাবুন নাওয়াজেল-৪/১৪৫-১৪৬, আপকি মাসায়েল আওর উনকা হল-৩/৩৬৩, ফাতাওয়া মাহমুদিয়া-১১/৮০]
وقال بعضهم إن حرك رجليه قليلا لا تفسد صلاته، وكذا فى المحيط هو الأوجه الخ (الفتاوى الهندية-1/103، جديد-1/161)
وفى شرح الملتقى: يفترض وضع أصابع القدم ولو واحدة نحو القبلة وإلا لم تجز (الدر المختار مع رد المحتار-2/204)
أنه لو لم يضع شيئا من القدمين لم يصح السجود (رد المحتار-2/135)
ولو وضع احدهما جاز مع الكراهة إن كان بغير عذر (الفتاوى الهندية-1/70)
والله اعلم بالصواب
✍️ উত্তর লিখনে-
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
-প্রধান মুফতি জামি’আতুস সুন্নাহ ঢাকা
তত্ত্বাবধানে-
★ মুফতি আ ফ ম আকরাম হুসাইন হাফিজাহুল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক,
জামি’আতুস সুন্নাহ ঢাকা
★ মুফতি মাসূম রেজা হাফিজাহুল্লাহ
মুশরিফ, ফতোয়া বিভাগ,
জামি’আতুস সুন্নাহ ঢাকা