কুল্লামার কসম করছি’ বলার দ্বারাই কি বিয়ে করলে বউ তালাক হয়ে যাবে?
প্রশ্ন
আমার একটি বদঅভ্যাস ছিলো। ছাড়তে পারছিলাম না। তাই একদিন জিদ করে বললাম, “আমি কুল্লামার কসম করছি এ কাজ কোন দিন আর করব না”।
কিন্তু তারপরও আমার দ্বারা সে কাজ হয়েছে। আমি শুনেছি কেউ কুল্লামার কসম খেলে সে বিয়ে করামাত্রই বউ তালাক হয়ে যায়। এ ক্ষেত্রে আমার কী করণীয়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
কুল্লামার কসম বললে কোন কিছু হয় না। বরং কুল্লামার কসম বলতে উদ্দেশ্য হলো এভাবে বলা যে, “আমি যখনি বিবাহ করি আমার বউ তালাক”, তাহলেই কেবল কুল্লামার কসম হয়।
আপনার ব্যবহৃত শব্দ তথা ‘কুল্লামার কসম করছি’ বলার দ্বারা হয় না। তাই আপনি বিয়ে করলে আপনার বউ তালাক হবে না। [ফাতাওয়া মাহমুদিয়া-১৯/২০৩, ফাতাওয়া কাসিমিয়্যাহ-১৬/১৬৪, কিতাবুন নাওয়াজেল-৯/৫৩৯]
أنه قد اشتهر فى رساتيق شيروان: أن من قال جعلت كلما أو على كلما أنه طلاق ثلاث معلق، وهذا باطل ومن هذيانات العوام (رد المحتار، زكريا-4/457، كرتاشى-3/247)
قال فى السراج: نقلا عن المنتقى: قال إن تزوجت امرأة فهى طالق ثلاثا وكلما حلت حرمت فتزوجها فبانت بثلاث ثم تزوجها بعد زوج يجوز، وإن عنى بقوله كلما حلت حرمت الطلاق فليس بشيء وإن لم يكن أراد به طلاقا فهو يمين (رد المحتار، زكريا-4/606، كرتاشى-3/353)
والله اعلم بالصواب
✍️ উত্তর লিখনে-
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
-প্রধান মুফতি জামি’আতুস সুন্নাহ ঢাকা
তত্ত্বাবধানে-
★ মুফতি আ ফ ম আকরাম হুসাইন হাফিজাহুল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক,
জামি’আতুস সুন্নাহ ঢাকা
★ মুফতি মাসূম রেজা হাফিজাহুল্লাহ
মুশরিফ, ফতোয়া বিভাগ,
জামি’আতুস সুন্নাহ ঢাকা