ডেস্ক রিপোর্টঃ গতকাল ১ সেপ্টেম্বর দুপুর ২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর সাথে কওমি মাদ্রাসার ছাত্রদের প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
সেখানে মৌলিকভাবে দুটি বিষয় তুলে ধরা হয়।
১/ বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে কওমি ঘরানার সকল আহত-নিহতদের কথা জানানো হলে,সারজিস আলম নিহতের লিস্ট চেয়ে তাদের পরিবারকে আর্থিক অনুদান দেয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।
২/ কওমি মাদ্রাসার বহুল আকাঙ্খিত সনদের কার্যকারিতা বাস্তবায়ন এর বিষয়টি উল্লেখ করা হয়। ২০১৮ সালে নামমাত্র পাশ হওয়া গেজেটের বিষয়টি স্পষ্ট করা হয়। এবং অতিদ্রুত সনদের কার্যকারিতা নিশ্চিত করে রাষ্ট্রীয় সেক্টরে কওমি ছাত্রদের অবদান রাখার সুযোগ দেওয়ার বিষয়টি জোরদার করার দাবি জানানো হয়।
সারাদেশ ও রাজধানীর বড় বড় মাদরাসা হতে নির্বাচিত কওমী ছাত্রদের প্রতিনিধি দলে ছিলেন, তোফায়েল আহমেদ, সাআদ রুমী,আরশাদ হুসাইন,নোমান আহমেদ,মুস্তফা হুসাইন,রবিউল হাসান,রাশেদুল ইসলাম প্রমুখ।
………………
কুরআন-সুন্নাহর আলোকে সংবাদ প্রচার নীতিমালার প্রতি লক্ষ্য রেখে কাজ করছে একঝাঁক সংবাদকর্মী। সত্য-সঠিক, বস্তুনিষ্ঠ যে কোন সংবাদ জানতে- জানাতে নিয়মিত লগইন করুন Sunnah24.com
আপনার শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোন সংবাদ প্রচারে আমাদের সাথে যোগাযোগ করুন।
শুভেচ্ছান্তে-
আ ফ ম আকরাম হুসাইন
সম্পাদক, সুন্নাহ টোয়েন্টিফোর ডটকম