মাসুদ সাজিদ, শরীয়তপুর থেকে:
শরীয়তপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জনাব আলহাজ্ব আব্দুল হাই মুনশী রহ. প্রতিষ্ঠিত বড়াইল তা’লীমুল কুরআন নূরানী ও হাফেজী মাদরাসার চলতি শিক্ষাবর্ষের ২য় সাময়িক পরীক্ষা আগামীকাল ২১ আগস্ট ২০২৪ইং রোজ বুধবার থেকে শুরু হয়ে ২৯ আগস্ট ২০২৪ইং বৃহস্পতিবার শেষ হবে।
এবার মাদরাসার বিভিন্ন ক্লাসের প্রায় ৩শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। আল্লাহ তায়ালা রহমতে শিক্ষার্থীরা যেন সুস্থ্যতার সাথে সুষ্ঠু-সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, এজন্য সকলের সচেতন দৃষ্টি রাখা বিশেষত যথাসময়ে শিক্ষার্থীদেরকে মাদরাসায় উপস্থিত করানোর জন্য অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান মাদরাসার পরিচালক মুফতি আকরাম বিন আব্দুল হাই মুনশী।
মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা তৈয়্যবুর রহমান বলেন, ইতোমধ্যে আমরা পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকাল যথাসময়ে নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা আরম্ভ হবে ইনশাআল্লাহ।
————- পরীক্ষায় সফলতার কয়েকটি আমল ——————–
পরীক্ষায় ভালো করতে চায় সবাই। কিন্তু সবাই ভালো করতে পারে না। কিন্তু কী জন্য পারে না? অনেকে বলেন যে তার মেধা নেই, আল্লাহ মানুষকে যে মেধা দিয়েছেন তার শিকি ভাগও গোটা জীবনে খরচ করে না। তাই প্রথমে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। গুছিয়ে লেখা শিখতে হবে। যারা ভালো ছাত্র তাদের পরীক্ষার খাতা সংগ্রহ করে তাদের লেখার ধরন, স্টাইল শিখতে হবে। ভালো পড়াশোনা করেও অনেকে ভালো ফলাফল না করার কারণই হলো তার লেখা সাজানো গোছানো মার্জিত হয় না। সর্বোপরি আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে।
আর পরীক্ষার হলে যাওয়ার আগে নিচের আমলগুলো করবে-
১। পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই দুই রাকাত সালাতুল হাজত পড়তে হবে।
২। পরীক্ষার কেন্দ্রে প্রবেশের পর দরূদে ইবরাহিম পড়া।
৩। বেশী বেশী এই দোয়া পড়া-
رَبِّىْ زِدْنِىْ عِلْمَا
পরীক্ষার হলে ভুলে গেলে যে দোয়া পড়বেন
অনেক পড়াশোনা করে গেলেও দেখা যায় পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাই। সেজন্য কিছু আমল করা যায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা আর নিচের দোয়াটি পড়া।
‘আল্লাহুম্মা জাক্কিরনি মিনহুমা নাসিতু, ওয়া আল্লিমনি মিনহুমা জাহিলতু’ অর্থ: হে আল্লাহ আমি যা ভুলে গেছি আমাকে স্মরণ করিয়ে দাও, আর আমি যা জানি না তা আমাকে শিখিয়ে দাও।