ইকবাল হুসাইন, খুলনা প্রতিনিধি:
হেফাজতে ইসলামের সাবেক আমীর, মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহঃ এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আজ ২০ আগস্ট খুলনা মারকাযুল ঊলূম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন- জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও দারূল উলূম ঢাকার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন শাইখুল হিন্দ হুসাইন আহমাদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি ও কাসেম নানুতুবীর যোগ্য উত্তরসূরী। আমরা যদি তার আদর্শ লালন করতে পারি তবেই তার জায়গা পূর্ণ করা সম্ভব হবে। আল্লামা বাবুনগরী ছিলেন একজন সরল বিনয়ী ও উম্মতের দরদী রাহবার। আল্লামা বাবুনগরী রহ. ছিলেন বহু গুণের অধিকারী, তার ইন্তেকালে জাতি এক যোগ্য নেতাকে হারিয়েছে।
সভাপতির বক্তব্যে মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, আল্লামা বাবুনগরীর ইন্তেকালে আমরা একজন মুরুব্বী অভিভাবককে হারিয়েছি। আল্লামা বাবুনগরী ছিলেন আমৃত্যু আপোষহীন। তিনি দীন ও ইসলামের বিষয়ে নিজের আদর্শ বিকিয়ে কারো কাছে মাথা নত করেননি। তিনি ছিলেন একাধারে যোগ্য মুদাররিস, মুহাদ্দিস, মুসান্নিফ, মুবাল্লিগ, মুজাহিদ।
আলোচনায় উপস্থিত ছিলেন, মুফতী আব্দুল কাইউম জমাদ্দার , মুফতী ইউনুস আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী ইবরাহীম খলিল, মুফতী আবদুল্লাহ মুখতার, মাওলানা কারী আবুল কালাম, মাওলানা কারী আব্দুল্লাহ মামুন, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা তাওফীক ও শেখ মাওলানা হাফেজ জাফর আহমাদ প্রমুখ।