sunnah24

ইসমাইল আনওয়ারঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যান কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ’র উপদেষ্টা মাওলানা মাহফজুল হক। এসময় তাদের সান্তনা ও হাতে তুলে দেয়া হয় আর্থিক অনুদান।

আজ সোমবার (১৯ আগস্ট) রাজধানীর সৌহরাওয়ার্দী হাসপাতালে সংস্থাটির কর্মকর্তার সঙ্গে দেখতে যান বেফাক মহাসচিব।

জানা যায়, জুলাই থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে যখন পুলিশ ও ছাত্রলীগের নৃশংসতায় একের পর এক ছাত্র জনতা আহত ও প্রাণ হারাতে থাকে তখন জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ঘুরে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান তাদের সার্বিক খোঁজ খবর নিয়ে যাচ্ছিল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ। বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ সংস্থার উপদেষ্টা। সংস্থাটির উদ্যোগে তিনি আজ দেখতে যান।

সংস্থাটির প্রচার সম্পাদক মাওলানা মুহসীন বিন মুঈন আওয়ার ইসলামকে জানান, মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর যেহেতু আমাদের সংস্থার উপদেষ্টা, তাই হুজুরেকে সাথে করে আজ আমাদের সৌহরাওর্দী হাসপাতালে যাওয়া হয়।

তিনি জানান, আজ এ হাসপাতালে প্রায় ৫০ জন আহতকে আর্থিক অনুদান দেয়া হয়।

এদিকে সংস্থাটির পরিচালক মুহাম্মদ রাজ বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সময় বর্বর হামলা দেখে আমরা নিজেদের ধরে রাখতে পারছিলাম না। যেহেতু আমাদের কাজ সেবা দেয়া তাই দ্রুত ফান্ড সংগ্রহ করে মাঠে নেমে যাই। কাঁচপুর থেকে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় আসি এবং লাগাতার সাথীদের নিয়ে কাজ করতে থাকি।

উল্লেখ্য, ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’ সরকারের নিবন্ধন প্রাপ্ত এবং সর্ব মহলে সমাদৃত একটি অরাজনৈতিক অলাভজনক সেবা সংস্থা। যার সরকারী রেজিস্ট্রেশন নং S138779/22।

প্রতিষ্ঠাকাল থেকে সংস্থাটি তার প্রতিটি কাজের হিসাব ও অডিট রিপোর্ট স্বচ্ছতার জন্য জনসাধারণের জন্য উন্মুক্ত করে।
………………………………

কুরআন-সুন্নাহর আলোকে সংবাদ প্রচার নীতিমালার প্রতি লক্ষ্য রেখে কাজ করছে একঝাঁক সংবাদকর্মী। সত্য-সঠিক, বস্তুনিষ্ঠ যে কোন সংবাদ জানতে- জানাতে নিয়মিত লগইন করুন Sunnah24.com
আপনার শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোন সংবাদ প্রচারে আমাদের সাথে যোগাযোগ করুন।

শুভেচ্ছান্তে-
আ ফ ম আকরাম হুসাইন
সম্পাদক, সুন্নাহ টোয়েন্টিফোর ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *