মাদানী নেসাবের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মাওলানা শফিকুল্লাহ মাহবুব [নাজেম সাহেব হুজুর] আজ বুধবার বিকাল ৪টা ৩৫ মিনিটে রাজধানীর আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুতে আলেমসমাজে শোকের ঢল নেমে এসেছে। তিনি মাদানী নেসাবের প্রতিষ্ঠাতা মাওলানা আবু তাহের মেসবাহ সাহেবের সাথে দীর্ঘদিন ছাত্রগড়ার মেহনতে জড়িত ছিলেন। শেষজীবনে উত্তরা ঢাকায় মারকাযুল কুরআন নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি মাদরসাটির মুহতামিমের দায়িত্ব পালন করছিলেন।
——————-
প্রিয় পাঠক, ইসলাম বিষয়ক যে কোন প্রবন্ধ-নিবন্ধ, প্রশ্নোত্তর জানতে ও দেশ-বিদেশের যে কোন খবরাখবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। নিয়মিত লগইন করুন WWW.Sunnah24.com
আর যে কোন নিউজ পাঠাতে মেইল করুন এই ঠিকানায়- editor.sunnah24@gmail.com
আপনার সুস্থ-সুন্দর জীবন কামনায় সম্পাদক, সুন্নাহ টুয়েন্টিফোর ডটকম
Leave a Reply