গত শনিবার রাজধানী ঢাকার একটি হলে মাগুরা জেলার ওলামায়ে কেরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাগুরার দ্বীনী ও ধর্মীয় উন্নতি-অগ্রগতির জন্য আলোচনা-পর্যালোচনা হয়। উপস্থিত ওলামায়ে কেরামের আগ্রহ, চাহিদা ও মতামতের ভিত্তিতে ঢাকায় অবস্থানরত মাগুরা জেলার ওলাামায়ে কেরামকে সংঘবদ্ধ করে দ্বীনা খেদমত করার মহৎ লক্ষ্যে ‘ঢাকাস্থ মাগুরা জেলা ওলামা পরিষদ’ গঠিত হয়।
সদস্যদের মতামতের ভিত্তিতে মাগুরার কৃতি সন্তান, নিউমার্কেট গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়াকে সহসভাপতি ও মুফতি ইসমাইল হুসাইন সিরাজীকে সেক্রেটারী হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যগণ হলেন-
জয়েন্ট সেক্রেটারী- মুফতি মাসরুর তাশফীন
সাংগঠনিক সম্পাদক- মাওলানা ইনামুল কবীর মাজিদী।
সহকারী সাংগঠনিক সম্পাদক-মাওলানা জুবায়ের ইব্রাহিমী
দফতর সম্পাদক- মুহাম্মাদ ফরিদ উদ্দীন।
অর্থ সম্পাদক- মুফতী আবু রেজওয়ান শাহিন মাহমুদ।
অচিরেই পূর্ণ কমিটি গঠিত হয়ে তার তালিকা প্রকাশ করা হবে।
সভাপতির ভাষণে মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া ঢাকায় অবস্থানরত মাগুরা জেলার সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানান।
Leave a Reply