বাসার পাশের বড় ফ্যাক্টরিটির শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। না করেই করবে কি? ১০ মাস ধরে প্রতিদিন ডিউটি করেও স্টাফরা বেতন পাচ্ছে না। বেতন চাইতে গেলেই শৃঙ্খলা ভঙ্গের ‘অপরাধে’ মামলা দিয়ে চাকরিচ্যুতি। অভিযোগ রয়েছে, পাওনা দাবীকারী শ্রমিকদের পেটানোর জন্য ক্যাডারও ছিল।
রাষ্ট্রের কর্তাদের কি এ শ্রমিকদের কান্না শোনার সময় আছে? তারা তো কংক্রিট-পাথরের ওই নিষ্প্রাণ জিনিসটি রক্ষায় ব্যস্ত। বেতন না পেয়ে লাখো শ্রমিকের প্রাণ যাক, তাতে সমস্যা কী!!
আফসোস, ইট-পাথরের যে জিনিসটিতে জনগণেরও কোনো উপকার নেই, যাকে ‘স্মরণে’ বানাচ্ছে তারও কোনো ঊপকার নেই সেটা রক্ষায় যতটা তারা আন্তরিক, এর শতভাগের ১ ভাগও যদি এ শ্রমিকদের ব্যাপারে আন্তরিক হতো, আজ এ পরিণতি হতো না।
– মুফতি যুবায়ের আহমাদ
——————————————-
Leave a Reply