এইমাত্র বাসার ছাদের উপর থেকে একটা তরতাজা ছেলের আত্মহত্যার ভিডিও দেখলাম৷ পার্শ্ববর্তী বাসা থেকে বারবার তাকে বারণ করা হলেও মরণ নেশা তাকে নিবৃত্ত হতে দেয় নি৷
সাধারণত যুবকরা দুটি কারণে আত্মহত্যা করে৷
এক- প্রেমে ব্যর্থ হওয়া৷ হয়ত তার মনের মানুষটি (?) তাকে ছেড়ে অন্য কারো সাথে চলে গেছে৷ তাকে দেখিয়ে দেখিয়ে আরেকজনের সাথে ডেটিং করছে৷ মূল বিষয়টা হচ্ছে, দুনিয়ার প্রেমিক সমাজ বিয়ের আগে মনের মানুষ বলতে যাকে বদ্ধমূল বিশ্বাস করে নেয়, সে আদতে মনের মানুষ যে নয়, সেই বিশ্বাস যতদিন পর্যন্ত সৃষ্টি হবে না৷ প্রেমের মরা যুবকদের মিছিল থামবে না৷
দুই- জীবনের সার্বিক দিক দিয়ে হতাশা৷
দুঃখজনকভাবে আমাদের শিক্ষাব্যবস্থা যুবকদের যথাযথভাবে মোটিভেশন করতে পারে নি৷ বেঁচে থাকার কার্যকর অনুপ্রেরণা হতে পারে নি৷ যে শিক্ষা দুনিয়ার জীবনে তাকে নিরাপত্তা দিতে পারে নি৷ নিজের প্রাণের মায়া শেখাতে পারে নি৷ সর্বোপরি একটি বাজে সিদ্ধান্তে দুনিয়া-আখেরাত বরবাদ হওয়ার বিষয়ের সবক দিতে পারে নি, সেই শিক্ষাব্যবস্থা নিয়ে সিরিয়াসলি ভাবা দরকার৷
হতাশার অন্যতম দিক হচ্ছে বেকারত্ব৷ উচ্চশিক্ষিত হয়েও যুবকরা যখন বেকার সময় কাটায়৷ অপদার্থের মতো ঘুরে বেড়ায়৷ পরিবার, আপনজন থেকে সাপোর্ট পাওয়ার পরিবর্তে তাদের মানসিক জ্বালাতনের শিকার হতে হয়৷ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যে নিজেকে বোঝা মনে হয়, তখন সে দুনিয়ার মায়া ত্যাগ করে আত্মহননের পথ বেছে নেয়৷
বিয়ের আগে প্রেম নয়৷ চাকরিহীনতা মানেই বেকারত্ব নয়৷ সেটা আগে বুঝতে হবে৷ বোঝাতে হবে৷ নতুন এক রিপোর্টে এসেছে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ১৩৮ টি দেশের মধ্যে ১২৯তম৷ সবচে পিছিয়ে গবেষণা ও উদ্ভাবনে৷ দেশের যুবসমাজকে চাকরির পেছনে ঘুরিয়ে, চাকরির নেশায় বুঁদ করে আজ মেধাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি৷ তাই যুবসমাজকে নিয়ে নতুন করে ভাবতে হবে৷ এদের নৈতিক, চারিত্রিক গাইডলাইনের পাশাপাশি হতাশামুক্ত সুন্দর জীবন গঠনে আমাদের উদ্যোগী হতে হবে৷
লেখক: মুফতি জিয়াউর রহমান, খতীব, আম্বরখান জামে মসজিদ, সিলেট।
—————————————————–
প্রিয় পাঠক, ইসলাম বিষয়ক যে কোন প্রবন্ধ-নিবন্ধ, প্রশ্নোত্তর জানতে ও দেশ-বিদেশের যে কোন খবরাখবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। নিয়মিত লগইন করুন WWW.Sunnah24.com
আর যে কোন নিউজ পাঠাতে মেইল করুন এই ঠিকানায়- editor.sunnah24@gmail.com
আপনার সুস্থ-সুন্দর জীবন কামনায় সম্পাদক, সুন্নাহ টুয়েন্টিফোর ডটকম
Leave a Reply