গত দুদিন পূর্বে চাঁদপুর জেলার কচুয়া থানার রহিমানগর তালিমুল কুরআন ওয়াল হিকমাহ মাদরাসায় হামলা চালায় দুবৃত্তরা। মিথ্যা অভিযোগে এক শিক্ষককে মারধর সহ মাদরাসার গুরুত্বপূর্ণ স্থাপনা ও আসবাবপত্র ভাঙ্চুর করে তারা। ঘটনা তদন্তে ঢাকা থেকে কচুয়া সেই মাদরাসায় উপস্থিত হয়েছেন আলেমদের প্রতিনিধিদল। টিমের সদস্য শরীয়তপুর উলামা পরিষদ ঢাকার সেক্রেটারী ও সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গাফফার জানান, মূল ঘটনা ও রহস্য উদ্ঘাটনে কাজ করছে এ টিম। বিস্তারিত আসছে। অপেক্ষায় থাকুন।
————————-
আপনার সুস্থ-সুন্দর জীবন কামনায় সম্পাদক, সুন্নাহ টুয়েন্টিফোর ডটকম
Leave a Reply